Tuesday, July 1, 2025
spot_img
33.5 C
West Bengal

Latest Update

Weather Update

Weather Update | জোড়া ঘূর্ণাবর্ত, কতদিন চলবে দুর্যোগ?

Follow us on :

কলকাতা: জোড়া চক্রবৎ ঘূর্ণাবর্তের (Twin Cyclone) জেরে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Alert)। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ পাশ্ববর্তী অঞ্চলগুলিতে। উত্তর বাংলাদেশ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর দুটি চক্রবৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই আচমকা বৃষ্টি । বুধবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) চলছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সেইসঙ্গে উত্তরবঙ্গেও (North Bengal Weather Update)  চলছে বর্ষণ। আজও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে, এমনটাই পূর্বাভাস (Weather Update) দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ ও ২৩ মে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষপ্তভাবে বৃষ্টি চলবে। ২৪ মে দুই পরগনা সহ মেদিনীপুরে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি ২৫ মে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টি হবে। সেইসঙ্গে উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। ২৬ মে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে এই বৃষ্টি তীব্র দাবদহ থেকে মুক্তি দিয়েছে।

উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৩ মে উত্তরবঙ্গে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি আছে।

বাংলায় বর্ষা (Monsoon) কবে, এখনই কিছু স্পষ্টভাবে জানায়নি আবহাওয়া দফতর। তবে কেরলে বর্ষা আগে ঢোকে তারপর বাংলায়। এবার নির্দিষ্ট সময়ের আগে কেরলে বর্ষা ঢোকার পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ। বাংলার মধ্যে উত্তরবঙ্গে সবার আগে বর্ষার প্রবেশ ঘটে। বর্ষা আগমনের স্বাভাবিক সময় ৮ জুন। দক্ষিণবঙ্গে আসে ১০ জুন। তবে এবার  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সময়ের আগেই ঢুকেছে বর্ষা, সেই মতো বাংলায় আগে আসার সম্ভাবনা একটা রয়েছে।

Entertainment