Wednesday, October 8, 2025
spot_img
32.1 C
West Bengal

Latest Update

Rohit Sharma

Rohit Sharma | নেতৃত্ব হারিয়ে প্রথম বার মুখ খুললেন রোহিত, কী বললেন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি। কিন্তু সিরিজ শুরুর আগেই প্রবল বিতর্ক চলছে রোহিত শর্মা অধিনায়কত্ব চলে যাওয়ায়। ভারতের নতুন ওয়ান ডে অধিনায়ক শুভমন গিল। কিন্তু এই অধিনায়কত্ব চলে যাওয়ার পর প্রথমবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালবাসি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলাও উপভোগ করি। অস্ট্রেলিয়ার লোকজন ক্রিকেট খুব ভালবাসেন।’’ রোহিত বুঝিয়ে দিয়েছেন, নেতৃত্ব হারালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। ভাল পারফরম্যান্স করার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। তবে নেতৃত্ব হারানো নিয়ে কোনও মন্তব্য করেননি সদ্য প্রাক্তন অধিনায়ক।

নিজের ব্যাটিং উন্নত করার জন্য ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের কাছে বেশ কিছু দিন অনুশীলন করেছেন রোহিত। ওজনও কমিয়েছেন। ফিটনেসের মান বৃদ্ধি করেছেন। রোহিতের লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ খেলা। নেতৃত্বের চাপ না থাকায় তিনি এ বার অনেক খোলা মনে খেলতে পারবেন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তবে যে ভাবে তাঁকে এক দিনের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা পছন্দ হয়নি ক্রিকেটপ্রেমীদের একাংশের।

উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর পার্‌থে প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজ় খেলবে দু’দল।

Entertainment