Monday, December 1, 2025
spot_img
26.6 C
West Bengal

Latest Update

Virat Kohli

Virat Kohli | অবসর ভেঙে টেস্টে ফিরবেন? কী বললেন কোহলি?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: জল্পনার অবসান ঘটালেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় ব্যাটারের টেস্টে ফিরে আসা নিয়ে যে গুঞ্জন চলছিল, সঞ্চালক হর্ষ ভোগলের প্রশ্নে তারই ইতি টানলেন কোহলি। রাঁচীতে ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর ভোগলের সঙ্গে আলাপচারিতায় স্পষ্ট জানিয়ে দিলেন তিনি—এখন থেকে একটাই ফরম্যাটেই খেলবেন।

ভোগলে কোহলিকে প্রশ্ন করেন, “এখন তো তুমি একটাই ফরম্যাটে খেলছ। এ ভাবেই কি তোমায় দেখা যাবে?” জবাবে কোহলির সাফ কথা, “আগামী দিনেও এ ভাবেই আমাকে দেখা যাবে। আমি ক্রিকেটের একটা ফরম্যাটেই খেলছি।”

এই প্রশ্ন ঘিরে সমাজমাধ্যমে বিস্তর আলোচনা হয়। অনেকের মত, এমন অপ্রিয় প্রশ্ন করে কোহলিকে অস্বস্তিতে ফেলেছিলেন ভোগলে। হয়তো ব্যাটারও ভাবেননি, এমন প্রশ্ন তাঁকে করা হবে।

তবে বিতর্কের মাঝেই ভোগলে পরিষ্কার করে দিয়েছেন পরিস্থিতি। তিনি জানান, কোহলির সঙ্গে কথা বলার আগেই তিনি জানিয়ে নিয়েছিলেন, প্রশ্নটি করলে কোনও অস্বস্তি হবে কি না। কোহলি জানিয়েছিলেন—কোনও সমস্যা নেই। তাই স্বচ্ছন্দ হয়েই প্রশ্নটি করেন ভোগলে। ফলে নিশ্চিতভাবেই বলা যায়, ভারতীয় তারকাকে অস্বস্তিতে ফেলে কোনও প্রশ্ন করা হয়নি।

রাঁচীতে ম্যাচ জেতানো শতরানের পর নিজের প্রস্তুতি নিয়েও মন্তব্য করেন কোহলি। তিনি বলেন, “আমি কখনও মাঠের প্রস্তুতিতে বিশ্বাস করি না। মানসিক প্রস্তুতিটাই আমার কাছে আসল। কঠোর পরিশ্রম করি। যতক্ষণ শরীর ঠিক আছে এবং মানসিক তীক্ষ্ণতা রয়েছে, ততক্ষণ জানি আমি ঠিক আছি। ম্যাচের আগে এক দিনের বিশ্রামও নিয়েছি। এখন আমার বয়স ৩৭। রিকভারির জন্য সময় দরকার। এভাবেই এত বছর খেলেছি। এখন তো শুধু একটা ফরম্যাটেই খেলি।”

কোহলি বলেন, “আমি যে কোনও ম্যাচকেই মনে মনে কল্পনা করে নিই। সেখানে নিজেকে প্রচণ্ড পরিশ্রম করাই। তীক্ষ্ণ রাখার চেষ্টা করি। আমি জানি, বিশ্রাম নেওয়ার সময় আমার রয়েছে।”

হঠাৎ করে এক দিনের ক্রিকেটে নেমে পড়লেও সব সময় প্রস্তুত থাকেন কোহলি—এ কথাও স্পষ্ট করেন তিনি। তাঁর ব্যাখ্যা, অভিজ্ঞতা এবং নিয়মিত অনুশীলনই তাঁকে তৈরি রাখে।

কোহলি সংযোজন, “আমি ৩০০টা এক দিনের ম্যাচ খেলেছি। আপনি যদি খেলাটার সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, অনুশীলনে ভাল শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু’ঘণ্টা ব্যাট করতে পারেন, তা হলে জানবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। খারাপ ফর্মে থাকলে আরও সময় নেটে কাটানোর চেষ্টা করবেন। এ ছাড়া মানসিক ভাবে প্রস্তুত থাকা এবং খেলাটাকে উপভোগ করাই আমার কাছে আসল।”

Entertainment