ওয়েব ডেস্ক: রবিবারই বসবে বাজেট অধিবেশনের আসর। প্রত্যেক বছরই ফেব্রুয়ারির প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশ হয়। চলতি বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়লেও বাজেট পেশ হবে বলে জানিয়ে দিয়েছে ক্যাবিনেট কমিটি। এই প্রথমবার কেন্দ্রীয় বাজেট রবিবার পেশ হতে চলেছে। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
সচরাচর রবিবারে সংসদের অধিবেশনের হয় না। কিন্তু মোদি সরকার বাজেট পেশ সংক্রান্ত রীতি বজায় রাখতে মরিয়া। ২০১৭ সালের আগে পর্যন্ত বাজেট পেশ হত ফেব্রুয়ারি মাসের শেষদিন। পরে মোদি সরকার রীতি বদলায়। ২০১৭ সালের পর থেকে বাজেট পেশ শুরু হয় ১ ফেব্রুয়ারি। সেই রীতি এবারও বজায় রাখা হবে। ফলে ১ ফেব্রুয়ারি রবিবার হলেও সেদিন সংসদের অধিবেশন বসবে।
কখন বাজেট পেশ করা হবে?
১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় বাজেট পেশ করা হবে বলে জানা গিয়েছে।
একনজরে বাজেট অধিবেশনের নির্ঘণ্ট
*২৮ জানুয়ারি বাজেট অধিবেশনের সূচনা
*৩১ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ হতে পারে
*১ ফেব্রুয়ারি নির্মলা সীতারণ বাজেট পেশ করবেন
*৯ মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা
*২ এপ্রিল বাজেট অধিবেশনের সমাপ্তি



