কলকাতা: গরমে নাজেহাল অবস্থা। এত গরম না কি রাজ্যে (West Bengal) কোনও দিন আবহাওয়া ছিল না। বঙ্গের বিভিন্ন এলাকায় তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রির উপরে। শহর কলকাতায় ৪১ ডিগ্রি সেলসিয়াসের সামান্য বেশি। কলাইকুন্ডার তাপমাত্রা ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবছর এরকম আবহাওয়া (Hot Weather) হলো কেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এই প্রশ্নের উত্তর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। হাওয়া অফিস বলছে, রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি করছে শুষ্ক পশ্চিমা বায়ু। আর সেই বাতাস আসছে সাহারা থেকে। হ্যাঁ, রাজস্থানের সাহারা মরুভূমি থেকে।
তাহলে তাপমাত্রা কমবে কবে?
এখনই পারদ নীচে নামার কোনও সম্ভাবনা নেই। আগামী দিনে আরও বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। সঙ্গে দোসর তাপপ্রবাহ।