কলকাতা: বিশ্বকাপ ফাইনালে সেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘ দিনের সতীর্থের এই সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) বলেছেন, ‘বিরাট চ্যাম্পিয়ন ক্রিকেটার। ফাইনালে নিজের মতো করে ব্যাট করল। ও সব সময় বড় ম্যাচের খেলোয়াড়। ওর প্রতি আমার সব সময় আস্থা রয়েছে। বিরাটের জন্য খুব ভাল লাগছে। অনেক স্মৃতি রয়েছে একসঙ্গে খেলার। ক্রিকেটকে ও কী দিয়েছে, তা সবাই জানেন। পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে কত বড় মাপের খেলোয়াড় বিরাট। এর থেকে ভাল ভাবে বোধহয় শেষ করা যায় না।’
Latest Update
Virat Kohli & Rohit Sharma
টি২০ থেকে অবসর কোহলির, কী বললেন রোহিত?
বিরাট চ্যাম্পিয়ন ক্রিকেটার

Previous article
Next article