Sunday, March 23, 2025
spot_img
30.1 C
West Bengal

Latest Update

Rohit Sharma

শেষ ওভারে হার্দিককে কী বলেছিলেন রোহিত?

দক্ষিণ আফ্রিকার ১৬ রান দরকার ছিল জেতার জন্য

Follow us on :

কলকাতা: ম্যাচের শেষ ওভার ছিল সবচেয়ে গুরুত্বপবর্ণ। দক্ষিণ আফ্রিকার ১৬ রান দরকার ছিল জেতার জন্য। আর অধিনায়ক রোহিত (Rohit Sharma) বল তুলে দিয়েছিলেন হার্দিকের হাতে। কিন্তু শেষ ওভারে হার্দিককে কী বলেছিলেন রোহিত? সাংবাদিক সম্মেলনে এসে এই প্রশ্নের উত্তরে রোহিত জানান, ‘হার্দিক খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছে। যেমন বল করা দরকার ছিল তেমনই করেছে। ওকে বলেছিলাম, দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা যাতে সোজা বল না মারতে পারে। বাকিটা ও দারুণ সামলেছে।’

রোহিতের সংযোজন, ‘১৮তম ওভারে বুমরা আমাদের লড়াইয়ে ফিরিয়ে এনেছিল দারুণ ভাবে। তখন আমাদের উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। দরকার ছিল যত বেশি সম্ভব ডট বল করার। বুমরা দক্ষিণ আফ্রিকার উপর পাল্টা চাপ তৈরির কাজটা করে দেয়। পরের ওভারে আরশদীপও দারুণ বল করল। সূর্যকুমারের দুর্দান্ত ক্যাচটার কথাও বলতে হবে। সবাই চেষ্টা করেছে। এটা সম্মিলিত লড়াইয়ের ফল।’

Entertainment