ওয়েব ডেস্ক: ২০২২ সালে তাঁর অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। তার পর বিরতি নিলেও ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন আমির খান (Aamir Khan)। কিন্তু এর মধ্যেই আমির খান আর কতদিন অভিনয় করবেন সেই নিয়ে চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন খোদ আমির। তিনি জানান, ‘‘জীবনকে বিশ্বাস নেই। কালই হয়তো মারা যেতে পারি। হয়তো ৭০ বছর পর্যন্ত আমি অভিনয় করব। অর্থাৎ আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে। কেরিয়ারের এই শেষ কয়েকটা বছরকে আমি একটু ভাল করে ব্যবহার করতে চাই।’’
আমিরের সংযোজন, ‘‘এর আগে জীবনে কোনও দিন একসঙ্গে আমি ছ’টা কাজ নিয়ে ভাবনাচিন্তা করিনি। কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র ১০ বছর বাকি রয়েছে। তাই সিদ্ধান্ত নিই।’’
আমিরের বয়স এখন ৫৯ বছর। অভিনেতার কথায়, আমির জানান, অভিনয় থেকে অবসরগ্রহণের পরে বই পড়ে এবং যোগাভ্যাসের মাধ্যমে বাকি জীবনটা কাটিয়ে দিতে উৎসাহী তিনি। কিন্তু শেষ পর্যন্ত মেয়ে এবং পরিবারের বাকিদের অনুরোধে তিনি আবার অভিনয়ের সিদ্ধান্ত নেন।