Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Pushpa 2

Pushpa 2 | ‘পুষ্পা ২’ কবে মুক্তি পাচ্ছে? বিরাট আপডেট জেনে নিন

Follow us on :

ওয়েব ডেস্ক: চলতি বছরে স্বাধীনতা দিবসে ‘পুষ্পা ২’ (Pushpa 2)-এর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে ডিসেম্বরে চূড়ান্ত করেন। কথা ছিল ৬ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। কিন্তু ফের তারিখ পরিবর্তন। পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে প্রেক্ষাগৃহে আসতে চলেছে পুষ্পা রূপী অল্লু। অভিনেতার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জানানো হয় ছবিমুক্তির নতুন তারিখ ৫ ডিসেম্বর।

উল্লেখ্য, গতবারের বিপুল সাফল্যের পর এ বার একেবারে নিখুঁত ভাবে দর্শকের সামনে পরিচালক আনতে চাইছেন পুষ্পাকে। মাঝে অবশ্য দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে। ছবির পোস্টারে অল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বিস্তর।

Entertainment