Wednesday, March 19, 2025
spot_img
27.9 C
West Bengal

Latest Update

Ravichandran Ashwin

Ravichandran Ashwin | পুনেতে নয়া রেকর্ড অশ্বিনের

Follow us on :

কলকাতা: ১০৪তম টেস্ট খেলছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নিয়েছেন ৫৩০টি উইকেট। টেস্টে লায়নও ৫৩০টি উইকেট নিয়েছেন। যদিও তিনি ২৫টি টেস্ট বেশি খেলেছেন। আর পুনের প্রথম টেস্টের প্রথম দিনেই নতুন রেকর্ড গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৯ সাল থেকে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে ৩৯টি ম্যাচ খেলেছেন অশ্বিন। নিয়েছেন ১৮৮টি উইকেট। এত দিন এই তালিকায় শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। তিনি ১৮৭টি উইকেট নিয়েছিলেন। তাঁকে টপকে গেলেন অশ্বিন।

তালিকায় প্রথম পাঁচে রয়েছেন রয়েছেন প্যাট কামিন্স (১৭৫ উইকেট), মিচেল স্টার্ক (১৭৫ উইকেট) এবং অবসর নেওয়া স্টুয়ার্ট ব্রড (১৪৭ উইকেট)।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে অশ্বিন এবং লায়ন অন্যতম সেরা স্পিনার। তাঁরা একে অপরের প্রশংসাও করেছেন বিভিন্ন সময়ে। বছরের শেষে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্টে একে অপরের মুখোমুখি হবে। সেই সময় সমানে সমানে লড়াই হবে দুই অভিজ্ঞ স্পিনারের।

Entertainment