ওয়েব ডেস্ক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি। অর্থাৎ রাজ্যে স্কুলছুটের (School Dropout Rate) হার শূন্য। এমনটাই দাবি করা হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। পশ্চিমবঙ্গ ছাড়াও এই পরিসংখ্যান প্রাথমিকের ক্ষেত্রে রয়েছে হিমাচলপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই শিক্ষাবর্ষে স্কুলছুটের হার শূন্য শুধু তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরলে।
কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে কী আছে?
রিপোর্টে প্রকাশ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি বিহারে (৮.৯ শতাংশ)। এ ছাড়াও, রাজস্থান (৭.৬ শতাংশ), মেঘালয় (৭.৫ শতাংশ), অসম (৬.২ শতাংশ), অরুণাচল প্রদেশে (৫.৪) স্কুলছুটের হার বেশি।
উচ্চ প্রাথমিক স্তরেও স্কুলছুটের হার সবচেয়ে বেশি বিহারে, প্রায় ২৫.৯ শতাংশ। এই রাজ্যকে লাল তালিকাভুক্ত করেছে কেন্দ্র। এ ছাড়া, মেঘালয়েও পঞ্চম থেকে অষ্টম শ্রেণির মধ্যে গত শিক্ষাবর্ষে ১২.৪ শতাংশ পড়ুয়া স্কুলছুট হয়েছে। মধ্যপ্রদেশ (৬.৭), রাজস্থান (৬.৮), ঝাড়খণ্ড (৯), অসম (৮.২), অরুণাচল প্রদেশ (৬.৮), নাগাল্যান্ড (৫.৮) এবং মিজ়োরামে (৫.৯) স্কুলছুটের সংখ্যা বেশি।