Friday, March 14, 2025
spot_img
25.9 C
West Bengal

Latest Update

Euro Cup Final 2024

ইউরো কাপ জিতল স্পেন

স্পেনের কোচ ফুয়েন্তে ধন্যবাদ জানিয়েছেন দেশের ফুটবল সংস্থাকে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: কোচ হয়ে আসার পর সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফুয়েন্তেকে। বেশির ভাগই তাঁর নাম শোনেননি। চিনতেনও না। সেই ফুয়েন্তে এখন গোটা বিশ্বের নজরে। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ (Euro Cup Final 2024) জিতল স্পেন। স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। তিনি অবশ্য এতে বিশেষ কৃতিত্বের কিছু দেখছেন না। তাঁর কথায়, “আমার যে কাজটা করার দরকার ছিল সেটাই করেছি। দলকে জেতাতে পেরে খুশি। ২৬ জনের দলে থাকাই আমার কাছে বড় ব্যাপার। তার উপরে যদি এ রকম ম্যাচে গোল করে পারি, তা হলে জীবনের সেরা মুহূর্ত ছাড়া আর কিছু বলা যাবে না।”

স্পেনের কোচ ফুয়েন্তে ধন্যবাদ জানিয়েছেন দেশের ফুটবল সংস্থাকে। বলেছেন, “আমি নিজের দর্শনটা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। জানতাম ছেলেরা সেটা মাঠে করে দেখাতে পারবে। কেউ যাতে আমাদের খেলা ধরে রাখতে না পারে সেটা চেয়েছিলাম। আমি ভাগ্যবান যে খেলোয়াড়েরা আমার উপরে বিশ্বাস রেখেছে এবং যা বলেছি সেটাই করেছে।”

কোপা আমেরিকা মেসির

অন্যদিকে, ২০২০-র পর ২০২৪। চার বছর পরেও ফাইনালে এসে দুর্দশা কাটল না ইংল্যান্ডের। চার বছর আগে ইটালির কাছে হেরে স্বপ্নভঙ্গ হওয়ার পর এ বার স্পেনের কাছে হারতে হল। পর পর দু’টি ফাইনালে হেরে বিধ্বস্ত ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। জানালেন, এই হার ভুলতে অনেক দিন লাগবে।

Entertainment