Thursday, March 13, 2025
spot_img
33.6 C
West Bengal

Latest Update

8th Pay Commission

Pay Commission | অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Follow us on :

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য সুখবর। অষ্টম পে কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী বছরের মধ্যে এট বাস্তবায়িত করা হবে। প্রায় এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা এর অপেক্ষায় ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার একথা জানিয়েছেন। উল্লেখ্য, প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন হয়। ২০১৪ সালে মনমোহন সিংয়ের আমলে সপ্তম বেতন কমিশন হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এর অনুমোদন দিয়েছে। তবে কারা এই নতুন কমিশনের সদস্য হবেন তা এখনই ঠিক হয়নি। বেতনের মূল্যায়ন, ভাতা, পেনশনের মতো বিষয়গুলি খতিয়ে দেখে কমিশন। তারপর কমিশন সরকারের কাছে সুপারিশ করে। নতুন কমিশন গঠন হলে বেতন বৃদ্ধির আশায় বুক বাঁধেন সরকারি কর্মীরা। কারণ এর ফলে বাজারের বর্তমান প্রেক্ষিতে বেতন বাড়ে। মনে করা হচ্ছে আগামী বছরের ১ জানুয়ারি থেকে এটি চালু হতে পারে। বিশেষ করে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির বাজারে বেতন বৃদ্ধির আশায় রয়েছেন দেশজুড়ে সরকারি কর্মীরা।

Entertainment