Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Glowing Skin

আপনার ত্বক উজ্জ্বল করুন বাড়িতেই, জানুন কীভাবে

টানা এক মাস ব্যবহার করতে পারলেই তফাৎ নিজে বুঝতে পারবেন

Follow us on :

লাইফস্টাইল ডেস্ক: ত্বক উজ্জ্বল (Glowing Skin) করতে অনেকে অনেক কিছু করেন। আবার পার্লারে অনেক টাকার ধাক্কার জন্য যেতেও চান না। তবে বাড়িতে বসেই ত্বক উজ্জ্বল করা সম্ভব।

বাড়িতে কীভাবে ত্বক উজ্জ্বল করবেন?

  • সারা দিনে কয়েকবার চা মাখলে আপনার ত্বক মসৃণ ও কোমল করে তুলবে। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ত্বককে সতেজ ও পুনরুজ্জীবিত করবে। টানা এক মাস ব্যবহার করতে পারলেই তফাৎ নিজে বুঝতে পারবেন।
  • গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কালো চায়ে অ্যান্টি এজিং উপাদান রয়েছে। পেপারমিন্ট বা ল্যাভেন্ডারের মতো ভেষজ চা নিজের গুণ অনুযায়ী ত্বকের পক্ষে খুবই ভাল।

জল ফুটিয়ে তাতে পছন্দসই টি ব্যাগ দিয়ে দিন। কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। আগে মুখ পরিষ্কার করে নিন। ত্বক থেকে মেকআপ, ময়লা সরিয়ে তবে চা মাখবেন। মৃদু ক্লিনজার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপর তোয়ালে দিয়ে মুখ শুকিয়ে চা মেখে নিন। নরম কাপড়ের টুকরো বা তুলোর প্যাড দিয়ে সারা মুখে থুপে থুপে লাগাবেন। কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ত্বককে শুষে নিতে দিন। চায়ে থাকা পলিফেনল ত্বকের প্রদাহ কমায়। সারা মুখে চা মেখে হাল্কা হাতে মাসাজও করতে পারেন। গোলাকার ভাবে সারা মুখে, চোখের চারপাশে মাসাজ করুন। আলতো করে চাপ দিয়ে মাসাজ করতে পারলে রক্তসঞ্চালন ভাল হয়।

আর যাঁরা ব্রণতে ভোগেন তাঁদের জন্য চা অত্যন্ত উপকারী। রোদের কালতে ছোপ উঠে যাবে। নিয়মিত চায়ের জল দিয়ে মুখ ধুয়ে দেখুন। চায়ের মধ্যে প্রাকৃতিক উপাদান থাকায় কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের সমস্যা দূর হবে।

অ্যাসিডিটি? ৭ ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করুন

Entertainment