মুম্বই: এবার নাকি ভারতকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আয়োজন করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? যদিও এ বিষয়ে আগামী কয়েকদিনেই পরিষ্কার হয়ে যাবে বলে আশাবাদী ভারতের ক্রিকেটপ্রেমীরা।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তান যাবে না। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা এএনআই-কে বৃহস্পতিবার জানিয়েছিলেন, শ্রীলঙ্কা বা দুবাইয়ে খেলতে চাইছে বোর্ড। কারণ সেই একই। সীমান্তে একের পর এক জঙ্গি হানার কারণে কেন্দ্রীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দেয়নি। গত বছর এশিয়া কাপে ঠিক এরকমই হয়েছিল। প্রতিযোগিতার আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। আয়োজক হিসাবে পরে শ্রীলঙ্কাকে জুড়ে দেওয়া হয়েছিল। ভারতের সব ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। এবারও ভারত হাইব্রিড মডেলে খেলতে চায়। আইসিস কি সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।