মুম্বই: বলিউডের অন্যতম ব্যস্ত তারকা অক্ষয় কুমার (Akshay Kumar)। কিন্তু হঠাৎই কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন অক্ষয়। সূত্রের খবর, প্রচার চলাকালীন অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ রক্ত পরীক্ষা করান অক্ষয়। তাতেই ধরা পড়ে, করোনা হয়েছে তাঁর। সঙ্গে সঙ্গে নিভৃতবাসে চলে যান অভিনেতা।
১২ জুলাই অক্ষয়ের ছবি ‘সরফিরা’র মুক্তি। জোরকদমে চলছিল ছবির প্রচার। সম্ভবত ছবির শেষ পর্বের প্রচারেও থাকতে পারবেন না অক্ষয় কুমার।
View this post on Instagram