Thursday, March 13, 2025
spot_img
29.5 C
West Bengal

Latest Update

Ind vs Ban

Ind vs Ban | রানের পাহাড়, ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ (Ind vs Ban) প্রথম টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। রোহিত শর্মাদের দরকার আর ৬ উইকেট। বাংলাদেশের জিততে চাই আরও ৩৫৭ রান। খারাপ আলোয় তৃতীয় দিনের খেলা প্রায় ৪৫ মিনিট আগে শেষ হয়েছে। নইলে হয়তো আরও সমস্যায় পড়ত বাংলাদেশ।

ভারতের দ্বিতীয় ইনিংসে দুটি বিষয় ড্রেসিং রুমকে তৃপ্ত করেছে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের মত। সেগুলি কী কী – প্রথম ইনিংসে শুভমন গিল শূণ্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। আবার ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেললেন ঋষভ পন্থ। আর প্রথম ইনিংস সেঞ্চুরি করলেও বল হাতে একটি উইকেটও পাননি রবিচন্দন অশ্বিন। সেই অশ্বিনই দ্বিতীয় ইনিংসে ৪টির মধ্যে ৩টি উইকেট নিজের দখলে।

অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার আক্রমণাত্মক শুরু করেন। ভারতের পেসারদের বিরুদ্ধে হাত খোলেন জাকির হাসান ও শাদমান ইসলাম। উইকেটের জন্য ভারতীয় পেসারেরা ফুল লেংথে বল করছিলেন। সেটা কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তাঁরা। দুই ওপেনারের মধ্যে ৬২ রানের জুটি হয়।

বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরা। জাকিরকে ৩৩ রানের মাথায় আউট করেন তিনি। ভাল ক্যাচ ধরেন যশস্বী। বাকি সময়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন অশ্বিন। ৩৫ রানের মাথায় তাঁর বলে আউট হন শাদমান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভাল খেলেন। অর্ধশতরান করেন তিনি। কিন্তু পাশে কাউকে পাননি শান্ত। মোমিমুল হক ও মুশফিকুর রহিম রান পাননি। দু’জনকেই ফেরান অশ্বিন। ৩৭.২ ওভারে বাংলাদেশের রান যখন ৪ উইকেটে ১৫৮, তখন আলো কমে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়।

 

Entertainment