Wednesday, March 19, 2025
spot_img
37.8 C
West Bengal

Latest Update

Laapataa Ladies

Laapataa Ladies | ‘লাপতা লেডিজ’ কি অস্কারে যাবে?

Follow us on :

ওয়েব ডেস্ক: লাপাতা লেডিজ (Laapataa Ladies), বলিউডের এই ছবিটি দর্শক ও সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছে। এই ছবির প্রেক্ষাপট নারী ক্ষমতায়ন। ছবিটি কি আগামী বছর অস্কারে ভারতের এন্ট্রি হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এ বার এই প্রসঙ্গে কিরণ তাঁর মনের কথা জানালেন।

সম্প্রতি এই প্রসঙ্গে কিরণকে প্রশ্ন করা হলে পরিচালক জানান, তিনি আশাবাদী। কিরণ বলেন, ‘‘ছবিটা অস্কারে গেলে আমার স্বপ্নপূরণ হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আমি নিশ্চিত, সেরা ছবিকেই বেছে নেওয়া হবে। কিন্তু, আমি আশাবাদী।’’ ছবিতে সূর্যমুখী গ্রামের দীপক, ফুল ও জয়াদের দাম্পত্য জীবন থেকে আকাঙ্ক্ষা ও নারীশক্তির উড়ান দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমান দর্শকেরা।

Entertainment