Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Jasprit Bumrah

Jasprit Bumrah | সর্বাধিক রেটিং পয়েন্ট বুমরার, কত দেখুন

Follow us on :

স্পোর্টস ডেস্ক: আইসিসির ক্রমতালিকায় আগেই এক নম্বরে ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এ বার সেই জায়গা আরও পাকা করলেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্টে বমু বুম বুমরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্টে ৩০টি উইকেট বুমরার নামে। দুই দল মিলিয়ে সর্বাধিক উইকেটের মালিকও তিনি। এত দিন বুমরাহের রেটিং পয়েন্ট ছিল ৯০৪। রবিচন্দ্রন অশ্বিনেরও সমান পয়েন্ট ছিল। কিন্তু বুধবার প্রকাশিত আইসিসির নতুন তালিকায় বুমরার পয়েন্ট হয়েছে ৯০৭। তার ফলে অশ্বিনকে টপকে গিয়েছেন তিনি। এখনও পর্যন্ত কোনও ভারতীয় বোলার টেস্টে এত রেটিং পয়েন্ট পাননি।

উল্লেখ্য, ক্রিকেট ইতিহাসে বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্টের মালিক সিডনি বার্নস। ৯৩২ রোটিং পয়েন্ট ছিল তাঁর। ৯৩১ রেটিং পয়েন্ট পেয়েছিলেন জর্জ লোম্যান। তবে প্রায় ১০০ বছর আগে তাঁরা এই কীর্তি করেছিলেন।

Entertainment