স্পোর্টস ডেস্ক: বর্তমানে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। টেস্ট দলের নেতৃত্ব জসপ্রীত বুমরাহের হাতেই সম্ভবত থাকবে আপাতত। তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছেন সহ-অধিনায়ক হিসাবে। এক দিনের ক্রিকেটের জন্য অন্য কাউকে অধিনায়ক করা হতে পারে। এমনটাই সূত্রের খবর। তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই রোহিত শর্মা (Rohit Sharma)? নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে নেবেন রোহিত? এই দুটো প্রশ্নই আগুনের মতো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। কিন্তু এর উত্তর কি? স্বয়ং রোহিতই হয়তো দিতে পারবেন।
তবে ভারতের ক্রিকেটের ইতিহাসে এরকম ঘটনা কোনও দিন ঘটেনি, যে অধিনায়ক ফিট অথচ তিনি প্লেয়িং ইলেভেনে নেই। যা সিডনি টেস্টে ঘটে গেল।
বিসিসিআই সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশ অনুযায়ী, ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো ১১ জানুয়ারি ভারতীয় দল ঘোষণা করতে পারেন অজিত আগরকরেরা। তার আগে রোহিতের মতামত জেনে নেবেন বিসিসিআই কর্তারা। বোর্ড সূত্রে খবর, রোহিতকে অবসর নেওয়ার জন্য কোনও চাপ দেওয়া হবে না। তবে তিনি নিজে অবসর নিতে চাইলে আটকানোর চেষ্টা করা হবে না।