Thursday, March 13, 2025
spot_img
29.5 C
West Bengal

Latest Update

Congress President

Congress | নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার

Follow us on :

কলকাতা: অধীর চৌধুরিকে সরিয়ে প্রদেশ কংগ্রেসে (Congress) বদল। বাংলার নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার। রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূলের সঙ্গে রাজ্যে ও কেন্দ্রের সমীকরণ ঠিক রাখতেই এই পদক্ষেপ।

গোটা বাংলায় ক্ষয়িষ্ণু কংগ্রেস। সংগঠন একেবারে নড়বড়ে। সেখানে কংগ্রেসের হাল ধরতে প্রদেশ সভাপতি শুভঙ্কর। ২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে শুভঙ্করের কাছে বড় চ্যালেঞ্জ এই পদ।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধীর চৌধুরি কট্টর তৃণমূল বিরোধী। লোকসভা ভোটে কংগ্রেস-তৃণমূল জোট না হওয়ার কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরোক্ষ ভাবে অধীর চৌধুরিকেই দায়ী করেছিলেন। এমনকী মল্লিকার্জুন খাড়গের ভালো নজরে ছিলেন না অধীর চৌধুরি। অন্তত কংগ্রেস সূত্রে এমনটাই জানা যায়। তাই ক্ষয়িষ্ণু থেকে ঘুরে দাঁড়াতেই এই বদল বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, শুভঙ্কর সরকার ২০২৪ সালের ৩০ অগাস্ট সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইন চার্জের দায়িত্বেও ছিলেন তিনি। এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত করা হল।

Entertainment