Wednesday, July 16, 2025
spot_img
26.6 C
West Bengal

Latest Update

Paris Olympics 2024

অলিম্পিক্সের উদ্বোধনে অভিনবত্ব, কোথায় দেখা যাবে অনুষ্ঠান?

৫ লক্ষ দর্শকের সামনে হবে অলিম্পিক্সের উদ্বোধন

Follow us on :

স্পোর্টস ডেস্ক: আজ অলিম্পিক্সের (Paris Olympics 2024) উদ্বোধন। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম বার নদীতে হবে পুরো অনুষ্ঠান। মোট ছ’কিলোমিটার নদীপথে বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে শোভাযাত্রা হবে। প্রতিযোগীরা নৌকায় থাকবেন। মাঝখানে বিভিন্ন সেতুর উপরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শ্যেন নদীতে ৯৪টি নৌকায় সাড়ে ১০ হাজার প্রতিযোগী থাকবেন। ৫ লক্ষ দর্শকের সামনে হবে অলিম্পিক্সের উদ্বোধন। এ বার ভারতের পতাকা থাকবে পিভি সিন্ধু এবং শরথ কমলের হাতে।

অনুষ্ঠান শুরু রাত ১১টা থেকে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে অনুষ্ঠান দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

ভারতের অলিম্পিক্সের দলে কারা রয়েছেন? দেখে নিন

Entertainment