Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Paris Olympics 2024

আর্জেন্টিনার হার, বিস্মিত মেসি কী বললেন পড়ুন

পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: এবার প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) কাতার বিশ্বকাপে আলোড়ন ফেলে দেওয়া মরক্কোর বিরুদ্ধে শুরুতেই ০-২ গোলে পিছিয়ে পড়ে লিয়োনেল মেসির (Lionel Messi) দেশ। মরক্কোর হয়ে জোড়া গোল করে নজর কাড়েন সউফিয়ানে রহিমি। ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিয়নে। নির্ধারিত সময়ে এগিয়ে ছিল মরক্কো। কিন্তু ম্যাচে ১৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। সেই সময়ের শেষ মিনিটে গোল করেন ক্রিস্তিয়ান মেদিনা। তাঁর করা গোলেই সমতা ফেরায় আর্জেন্টিনা। তার পরেই শুরু হয়ে যায় প্রবল বোতলবৃষ্টি।

বাধ্য হয়ে ম্যাচ বন্ধ রাখতে হয়। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর আগেই গ্যালারি থেকে উড়ে আসতে থাকে বোতল। আর্জেন্টিনার ফুটবলারদের লক্ষ্য করে ছোড়া হয় আতসবাজি। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে।

আশরাফ হাকিমিদের দেশের বিরুদ্ধে হারের পরেই গ্যালারি জুড়ে শুরু হয়ে ক্ষোভ। দু’ঘণ্টা ধরে বন্ধ থাকল ম্যাচ। ফাঁকা স্টেডিয়ামে শেষ তিন মিনিটের জন্য খেলা শুরু হতেই ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে রেফারি গোল বাতিল করে দেন আর্জেন্টিনার। তিনি জানান, গোল করার সময় অফসাইডে ছিলেন ক্রিস্তিয়ান মেদিনা। এমন সিদ্ধান্তে ক্ষোভ চেপে রাখতে পারেননি লিয়োনেল মেসিও। বুধবার দেশের হারের পরে সমাজমাধ্যমে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিখেছেন, ‘‘অবিশ্বাস্য।’’

Entertainment