Friday, March 14, 2025
spot_img
30 C
West Bengal

Latest Update

PV Sindhu

PV Sindhu | কোচ বদলালেন সিন্ধু, নতুন কোচ কে?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ভাগ্য বদলানোর আশায় কোচ বদলে ফেললেন পিভি সিন্ধু (PV Sindhu)। এবার থেকে প্রশিক্ষণ নেবেন অনুপ শ্রীধরের কাছে। আপাতত দু’টি প্রতিযোগিতায় ট্রায়ালের ভিত্তিতে প্রশিক্ষণ নেবেন তিনি।

পরের এশিয়ান গেমসে পদক চান সিন্ধু। সম্ভব হলে আরও একটি অলিম্পিক্সে খেলতে চান। সে কারণেই দ্রুত অনুশীলনে ফিরেছেন বলে জানিয়েছেন তাঁর বাবা পিভি রমনা। তিনি বলেছেন, ‘হায়দরাবাদের গাচিবাওলি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে সিন্ধু। আর্কটিক ওপেন (৮-১৩ অক্টোবর) থেকে মরসুম শুরু করবে ও।’

রমনার সংযোজন, ‘কোনও শিবির এখনও শুরু হয়নি। তাই সিন্ধু হায়দরাবাদেই অনুশীলন শুরু করেছে।’

 

Entertainment