ওয়েব ডেস্ক: অস্কারের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের (Kiran Rao) ‘লাপতা লেডিজ’ (Laapataa Ladies)। ভারতীয় ফিল্ম ফেডারেশনের চেয়ারম্যান এই সুখবর দেন। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’ ছবির প্রযোজক কিরণ রাও, আমির খান, জ্যোতি দেশপাণ্ডে।
অভিনয়ে এক ঝাঁক নতুন, টাটকা মুখ। নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় এই ছবিকে, এর সহজ অথচ মন ছুঁয়ে যাওয়া গল্পকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক কিরণ রাও।