Sunday, March 23, 2025
spot_img
23.3 C
West Bengal

Latest Update

Saif Ali Khan

Saif Ali Khan | সইফ আলি খানের হাতে কী কী ছবি আছে?

Follow us on :

ওয়েব ডেস্ক: ঘাড়ে, শিরদাঁড়ায় আর হাতে মোট ছ’টি জখম নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। চিকিৎসকেরা জানিয়েছেন, সইফের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আর কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

এখন প্রশ্ন সইফের হাতে কতগুলি ছবি আছে এবং সেগুলোর শ্যুটিং কবে থেকে শুরু করা সম্ভব?

জানা গিয়েছে, আপাতত ৪টি ছবি রয়েছে সইফ আলি খানের হাতে। তার মধ্যে ২টি ছবির কাজ শেষ। রবি গ্রেওয়াল পরিচালিত ‘জুয়েল থিফ- দ্যা রেড সান চ্যাপ্টার’ ছবিতে সইফের সঙ্গে দেখা যাবে সোনু সুদ, অনুপম খের, জয়দীপ আহলাওয়াটকে। এই ছবির প্রযোজক সিদ্ধার্থ আনন্দ ও তাঁর স্ত্রী মমতা আনন্দ। আগামী মার্চেই এই ছবি মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিং।

‘কর্তব্য’ নামে একটি ছবি রয়েছে। সেই ছবিটির পরিচালক পুলকিত। এ ছবিটি অবশ্য ওটিটি-তে মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। তবে ঠিক কবে মুক্তি পাবে ছবিটি, তা জানাতে পারেননি পুলকিত।

এরই পাশাপাশি আসতে চলেছে ‘রেস ৪’। যদিও ‘রেস ৩’-এ বাদ পড়েছিলেন তিনি। চতুর্থ পর্বে সইফকে ফিরিয়ে আনার বিষয়ে রমেশ তৌরানি যে খুবই খুশি, তা জানিয়েছিলেন নিজেই। মনে করা হচ্ছে আগামী সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে এই ছবির।

জানা গিয়েছে, সন্দীপ রেড্ডি বঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’-এও দেখা যেতে পারে সইফকে। এ ছবির নায়ক প্রভাস।

Entertainment