Wednesday, March 19, 2025
spot_img
27.9 C
West Bengal

Latest Update

RG Kar Case | আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড

Follow us on :

কলকাতা: আরজি কর কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়ের। এদিন শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস এই সাজা ঘোষণা করেন। এদিন সাজা ঘোষণার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় সঞ্জয় রায়কে। তারপরই সাজা ঘোষণা করেন বিচারক।

এদিন সিবিআই জানিয়েছে বিরলের মধ্যে বিরলতম অপরাধ এটি। চিকিৎসক ডিউটিতে ছিলেন। শুধু পরিবার এক জন সদস্যকে নয়, এক জন চিকিৎসককে সমাজ হারিয়েছে। কঠিন শাস্তির পক্ষে সওয়াল করা হয়। সঞ্জয়ের আইনজীবীরা দাবি করেন, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। মৃত্যুদণ্ডের বিরোধিতা করে সওয়াল করেন তাঁরা। এই সময়ে সঞ্জয় নির্লিপ্ত ভাবে দাঁড়িয়ে ছিল কাঠগড়ায়।

এরপর বিচারক সবাইকে এজলাস ফাঁকা করে দেওয়ার কথা জানান। ২টো ৪৫ মিনিটে আবার কোর্ট বসে। তারপরই সাজা ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস।

সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে আদালতে নিয়ে যাওয়া হয় সঞ্জয় রায়কে। গ্রিন করিডর করে সঞ্জয়কে আদালতে আনা হয়েছিল। এদিন সকাল থেকে নিরাপত্তার কড়া চাদরে মোড়া ছিল শিয়ালদহ আদালত (Sealdah Court) চত্বর। আদালতের সামনে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। ডিসি গৌরব লাল থেকে ইন্সপেক্টর এবং এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক এবং কর্মীরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার ১৬২ দিনের মাথায় আরজি কর মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। সে দিন সঞ্জয় আদালতে নিজেকে নির্দোষ বলেছিলেন। তিনি বলেছিলেন তাকে ফাঁসানো হয়েছে। তারপরই সঞ্জয়ের উদ্দেশে বিচারক অনির্বাণ দাস বলেছিলেন,আমি সমস্ত তথ্য প্রমাণ পরীক্ষা করে দেখেছি আপনিই দোষী। শাস্তি আপনাকে পেতেই হবে।

Entertainment