Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

India vs SA

India vs SA | সঞ্জু-তিলকের ক্যারিশমায় ৫ রেকর্ড, জেনে নিন কী কী

Follow us on :

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs SA) চতুর্থ টি২০ ম্যাচে সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা মিলে একাধিক রেকর্ড গড়লেন। তাঁদের শতরানে ভারত প্রথমে ব্যাট করে ২৮৩ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১৪৮ রানে। আর এই ম্যাচে হল হাফ ডজন রেকর্ড। কী কী রেকর্ড দেখে নেওয়া যাক-

১) টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়লেন সঞ্জু এবং তিলক। শুক্রবার তাঁরা ২১০ রান করেন। এর আগে ২০১৪ সালে নামিবিয়ার হয়ে সাইব্রান্ড এঞ্জেলব্রেখট এবং মাইকেল লেভিট ১৯৩ রানের জুটি গড়েছিলেন।

২) টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এক ইনিংসে এত ছক্কা কখনও মারেনি ভারত। তাদের ২২টি ছক্কা মারার নজির ছিল। শুক্রবার সব মিলিয়ে ২৩টি ছক্কা মারেন ভারতের তিন ব্যাটার।

৩) মাত্র ১৪.১ ওভারেই ২০০ রানের গণ্ডি পার করে ভারত। যা সবচেয়ে দ্রুততম।

৪) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম বার একই দলের দুই ব্যাটার একই ইনিংসে শতরান করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ম্যাচে কখনও এই কীর্তি ঘটেনি।

৫) প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে একই সিরিজে দু’টি শতরান করেন সঞ্জু। সেই তালিকায় দ্বিতীয় নাম তিলক। আগের ম্যাচেই শতরান করেছিলেন তিনি।

Entertainment