এখন আর কাউকে ৪২০ বলা যাবে না। কারণ এই ধারা আর নেই। ভারতীয় দণ্ডবিধিতে বদল হয়েছে। তার সঙ্গেই বদল হয়েছে প্রতারণার অভিযোগে দায়ের করা ৪২০ ধারা।
১৮৬০ সালে তৈরি হয় ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি)। তার পরিবর্তে সোমবার থেকে কার্যকর হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’। সোমবার থেকে তাই বাতিল হল ৪২০ ধারা। ১৬৪ বছর পর আর থাকছে না এই ধারা।
ব্রিটিশেরা এ দেশে শাসন শুরু করার পর ১৮৬০ সালে তৈরি করেছিল ভারতীয় দণ্ডবিধি। প্রতারণা ঠেকাতে এনেছিল ৪২০ ধারা। এ বার সেই ধারার অবলুপ্তি। প্রতারণার নতুন ধারা ৩১৮।