Wednesday, January 28, 2026
spot_img
29.3 C
West Bengal

Latest Update

Shreya Ghoshal & Arijit Singh

Shreya Ghoshal | Arijit Singh | অরিজিতের ‘প্লেব্যাক’ গানে অবসরের সিদ্ধান্তে কী বললেন শ্রেয়া?

Follow us on :

ওয়েব ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এক সিদ্ধান্ত ঘিরে মনখারাপ অনুরাগীদের। বড়পর্দায় আর গান গাইবেন না—এমন সিদ্ধান্তই নিয়েছেন তিনি। অরিজিতের এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। কেউ বিস্মিত, কেউ আবার হতাশ। এই আবহেই গায়কের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন আরেক জনপ্রিয় প্লেব্যাক শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

শ্রেয়া ও অরিজিৎ—দু’জনেই দেশের সেরা প্লেব্যাক শিল্পীদের মধ্যে অন্যতম। একসঙ্গে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তাঁরা। অরিজিতের এই সিদ্ধান্ত প্রসঙ্গে শ্রেয়া সমাজমাধ্যমে লেখেন, “এটা একটা নতুন শুরু, অরিজিৎ। তোমাকে নতুন ভাবে দেখার জন্য আমি সত্যিই উত্তেজিত। আমি কখনও বলব না এটা কোনও অধ্যায়ের শেষ। এই মাপের একজন শিল্পীকে কখনওই কোনও গণ্ডিতে বেঁধে রাখা উচিত নয়। প্রিয় অরিজিৎ, এটাই সময় আরও গর্জে ওঠার।”

কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ? নিজের এক্স হ্যান্ডলে গায়ক লিখেছেন, “এই সিদ্ধান্ত নেওয়ার কথা অনেক দিন ধরেই ভাবছিলাম। অবশেষে সাহস জোগাড় করে তা ঘোষণা করলাম। সোজা ভাবে বলতে গেলে, আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে। সেই কারণেই আমি মঞ্চে গান গাওয়ার সময় বারবার গানের অ্যারেঞ্জমেন্ট বদলাই। কিন্তু সেই প্রক্রিয়াতেই আমি ক্লান্ত হয়ে পড়েছি। এখন নতুন ধরনের সঙ্গীতের খোঁজে নামছি।”

তবে ভবিষ্যতে এই সিদ্ধান্ত বদলাতে পারে কি না, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি গায়ক। আপাতত অনিশ্চয়তার মাঝেই অপেক্ষায় অনুরাগীরা—অরিজিতের পরবর্তী সুরের ঠিকানা কোথায়, তা জানার।

Entertainment