ওয়েব ডেস্ক: কিশোর-কিশোরীদের অনলাইন সুরক্ষা আরও জোরদার করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ফরাসি সরকার। ১৫ বছরের নীচে কোনও ছেলে বা মেয়ে আর সোশ্যাল মিডিয়া ব্যবহার (Social Media Use) করতে পারবে না—এমনই একটি তাৎপর্যপূর্ণ বিল সোমবার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাস হয়েছে।
বিলটির পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভোট পড়েছে। মোট ১১৬ জন সাংসদ বিলের সমর্থনে ভোট দিলেও, বিপক্ষে ভোট পড়েছে মাত্র ২৩টি। অ্যাসেম্বলিতে অনুমোদনের পর বিলটি এখন সেনেটে পাঠানো হয়েছে। সরকার চাইছে, আগামী সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গেই এই আইন কার্যকর করতে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, অনলাইন বুলিং, অতিরিক্ত স্ক্রিন টাইম এবং ডিজিটাল আসক্তির মতো একাধিক সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বাড়ছিল প্রশাসনিক মহলে।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই উদ্যোগকে “একটি বড় এবং সাহসী পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। সরকারের তরফে জানানো হয়েছে, এই আইনের মাধ্যমে তরুণ প্রজন্মকে আরও সুস্থ, নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল পরিবেশ দেওয়াই মূল লক্ষ্য।
এই আইন কার্যকর হলে, ইউরোপে প্রথম দেশ হিসেবে এত কড়া সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা চালু করতে চলেছে ফ্রান্স।




