ওয়েব ডেস্ক: দক্ষিণ কোরিয়ার জারি হল ইমার্জেন্সি মার্সাল ল। কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইওল মঙ্গলবার ইমার্জেন্সি মার্সাল ল-এর কথা ঘোষণা করেছেন। এমনকি তিনি বিরোধী দলদের প্রতি অভিযোগ তোলেন, তারা সংসদ নিয়ন্ত্রণ করছে, দক্ষিণ কোরিয়ার থেকে বেশি উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন, এমনকি দক্ষিণ কোরিয়ার কার্যকলাপ পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। তাই বাধ্য হয়েই এবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি জরুরি তৎপরতায় জারি করলেন ‘ইমার্জেন্সি মার্সাল ল’।
দেশের রাজনৈতিক অস্থিরতার কথা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি তুলে ধরেন একটি টেলিভিশন ভাষণের মধ্যে। তিনি জানান, নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা নজর করা যাচ্ছে। ইউন বলেন, ‘উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনির পক্ষ থেকে সমানে হুমকি দেওয়া হচ্ছে। তাই সেই হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য এবং দক্ষিণ কোরিয়াকে রাষ্ট্রবিরোধী বিষয় থেকে যাতে সুরক্ষিত রাখা যায়, সেই কথাকেই মাথায় রেখে জরুরি ইমার্জেন্সি মার্সাল ল জারি করলাম’।
তবে ইমার্জেন্সি মার্সাল ল-তে উত্তর কোরিয়ার হাত থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের স্বেছাচার থেকে দেশকে বাঁচানোর জন্য তা এখনও পর্যন্ত ঘোষণা করেননি রাষ্ট্রপতি ইউন সুক ইওল।