Saturday, March 15, 2025
spot_img
25.9 C
West Bengal

Latest Update

T20 World Cup 2024

বিশ্বকাপ জিতে দ্রাবিড়ের এই কথা শুনলে চোখে জল আসবে

১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড়ের

Follow us on :

কলকাতা: ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রাহুল দ্রাবিড়ের। একটা বিশ্বকাপ ট্রফির (T20 World Cup 2024) জন্য তাঁকে অপেক্ষা করতে হল ২৮ বছর। তাই শনিবার ছাত্রদের বিশ্বজয় দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। প্রকাশ্যে ধরা দিয়েছেন অচেনা রূপে। পরে তিনি সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘দু’বছরের একটা যাত্রা শেষ হল এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। একটা ভারসাম্য যুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম। খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম। প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই দলে আলোচনা শুরু হয়েছিল, কী ভাবে বিশ্বকাপ জেতা যায়। আমরা কিন্তু এই বিশ্বকাপের জন্য পরিশ্রম করিনি। গত দু’বছরের পরিশ্রমের ফল এই ট্রফি।’’

এখানেই শেষ নয়, দ্রাবিড়ের সংযোজন ‘‘নিজের সেরাটা দিলেও খেলোয়াড় হিসাবে একটা ট্রফি জেতার সৌভাগ্য আমার হয়নি। আমি ভাগ্যবান এই দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি। এক দল দুর্দান্ত ছেলে আমার বিশ্বকাপ জেতার স্বপ্ন বাস্তবায়িত করেছে। দুর্দান্ত অনুভূতি। আমি কোনও যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করিনি। শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি। সত্যি, দুর্দান্ত একটা যাত্রা শেষ হল।’’

Entertainment