Friday, March 14, 2025
spot_img
22.2 C
West Bengal

Latest Update

Ustad Zakir Hussain

Ustad Zakir Hussain | তবলার জাদুকর, প্রয়াত উস্তাদ জাকির হুসেন

Follow us on :

ওয়েব ডেস্ক: অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই উস্তাদ জাকির হুসেনকে (Ustad Zakir Hussain) ভেন্টিলেটরে রাখা হয়েছিল। জাকির হুসেনের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু রবিবার সব লড়াই শেষ। সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জাকির হুসেন।

জাকির হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ার লেখেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি। জাকির হুসেনের পরিবার এবং তাঁর ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

Entertainment