ওয়েব ডেস্ক: মঞ্চে মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালন (Vidya Balan)। উপস্থিত দর্শককে আকৃষ্ট করতে নাম দুটোই যথেষ্ট। বেজে উঠল ‘আমি যে তোমার’ গানটি। নৃত্যের ছন্দে পা মেলালেন দুই অভিনেত্রী। সব ভালই চলছিল। হঠাৎ ছন্দপতন! মঞ্চে বেসামাল হয়ে পড়লেন বিদ্যা। সেই মুহূর্তের ভিডিয়ো আপাতত সমাজমাধ্যমে ভাইরাল। কিন্তু তার পর কী হল? মুক্তির অপেক্ষায় ‘ভুলভুলাইয়া ৩’। মুম্বইয়ে ছবির গান প্রকাশ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মাধুরী ও বিদ্যা।
আর অনুষ্ঠানের পরে বিদ্যা তাঁর মনের অবস্থা স্পষ্ট করেছেন। মঞ্চে ছন্দপতন ঘটার পর মাধুরীকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্যা। অভিনেত্রী বলেন, ‘‘আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। ‘এক দো তিন’ গানটা দেখার পর আমি ওঁর মতো নাচতে চাইতাম। আর আজকে মাধুরীর সঙ্গে একই মঞ্চে নাচলাম।’’
প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’-তে কার্তিকের সঙ্গে ফিরেছেন বিদ্যা। সঙ্গে রয়েছেন মাধুরীও। দেখুন সেই ভাইরাল ভিডিও-
View this post on Instagram