স্পোর্টস ডেস্ক: ওডিআই এবং টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে গেলেও গতবছর টি-২০ বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটকে ‘আলভিদা’ জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেই তিনি টি-২০ ফরম্যাট (T20 Cricket) থেকে অবসর (Retirement) নিয়েছেন। তবে ফের অবসর ভেঙে টি-২০ ক্রিকেট খেলতে পারেন কিং কোহলি। সম্প্রতি তাঁর করা একটি মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
সম্প্রতি, এক অনুষ্ঠানে অবসর ভেঙে ফের ভারতীয় দলের (India Cricket Team) জার্সি গায়ে টি-২০ ক্রিকেট খেলার কথা জানিয়েছেন বিরাট। তবে তার জন্য একটি বিশেষ শর্ত রেখেছেন তিনি। আসলে কোহলি জানিয়েছেন যে, ভারত যদি ২০২৮ সালের অলিম্পিক্সের (Olympic Games 2028) ফাইনালে ওঠে, তাহলে তিনি অবসর ভেঙে ফের একটি টি-২০ ম্যাচ খেলতে মাঠে নামতে পারেন।
আসলে ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, ২০২৮-এ টি-২০ ফরম্যাটে ফিরছে ক্রিকেট। যদিও কীভাবে এই টুর্নামেন্টের যোগ্যতা নির্ধারণ হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই ক্রীড়া জগতের সর্বোচ্চ এই ইভেন্টকে ঘিরে বড় মন্তব্য করলেন কোহলি। শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোহলি বলেন, “যদি ভারত ২০২৮ অলিম্পিক্সের ফাইনালে পৌঁছায়, তাহলে আমি হয়তো সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে মাঠে নামতে পারি। অলিম্পিক্সে পদক জেতা দারুণ এক অভিজ্ঞতা হবে।”
প্রসঙ্গত, বর্তমানে শুধুমাত্র টেস্ট এবং একদিনের ক্রিকেট খেলছেন কোহলি। ভবিষ্যতে অবসর নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি। এখনই টেস্ট বা ওয়ানডে থেকে অবসরের পরিকল্পনা নেই তাঁর। অবসর প্রসঙ্গে কোহলি বলেন, “চিন্তা করবেন না, আমি এখনই কোনো ঘোষণা করছি না। খেলা এখনও আমার রক্তে মিশে আছে, জয় পাওয়ার ক্ষুধা এখনও অনুভব করি। যতদিন উপভোগ করব, ততদিন খেলব।”