স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কয়েক দিন আগেই দেশে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দু’এক দিনের মধ্যে যোগ দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে। তার আগে নিজের ‘লুক’ বদলে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আইপিএলে নতুন রূপে দেখা যাবে তাঁকে। কেশসজ্জা শিল্পী আলিম হাকিমের কাছে গিয়ে চুলে নতুন ছাঁট দিয়েছেন কোহলি।
কেমন হেয়ারস্টাইল করলেন বিরাট?
বিরাটের চুলের দু’পাশ ট্রিম করা হয়েছে। এই হেয়ারস্টাইল বিরাট অতীতেও করেছিলেন। বিরাটের ক্লাস ও আধুনিকতার সঙ্গে মানিয়ে এই হেয়ারস্টাইল করা হয়েছে বলে অনেক সমর্থক দাবি করেছেন।
হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম কোহলির নতুন লুকের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে কোহলিকে ‘GOAT’ বা সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় সব ট্রফি জেতা হয়ে গেলেও, এখনও আইপিএল জেতা হয়নি কোহলির। নতুন চুলের স্টাইলে কি আইপিএল ভাগ্য বদলাবে তাঁর?
View this post on Instagram