কলকাতা: দক্ষিণবঙ্গে চলছে বর্ষামঙ্গল। প্রতিদিন বৃষ্টি। কোথাও হালকা-মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি। কিন্তু কতদিন চলবে এই বৃষ্টি? আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ঝড় হতে পারে।
কী কারণে এই বৃষ্টি?
বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ বলয়। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবেই চলথে বৃষ্টি।
প্রসঙ্গত, শুক্রবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।