Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Shakib Al Hasan

Shakib Al Hasan | ব্যাট করার সময় কী কামড়াচ্ছিলেন শাকিব?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন বিস্তর আলোচনা চলছে। কী সেই ঘটনা? এদিন যখন সাকিব আল হাসান (Shakib Al Hasan) ব্যাট করছিলেন, তখন অনবরত তাঁকে কিছু একটা কামড়াতে দেখা যায়। সেটি কি, এই নিয়ে কমেন্ট্রি বক্সে থাকা সাকিবের একসময়ের সতীর্থ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বছরের শুরুর দিকে লন্ডনে চোখের চিকিৎসককেও দেখিয়েছেন। তামিমের ধারণা, দৃষ্টি সরাসরি যাতে বোলারের দিকে থাকে তাই সাকিবকে স্ট্র্যাপ কামড়াতে দেখা গিয়েছে। এর আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও একই কাজ করেছিলেন তিনি।

অন্যদিকে, কার্তিক জানান, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে অসুবিধা হতে পারে সাকিবের। সেটি এড়ানোর জন্যই তিনি এ কাজ বলে জানান কার্তিক। একই মত তামিমেরও।

Entertainment