Sunday, March 23, 2025
spot_img
30.1 C
West Bengal

Latest Update

দ্রাবিড়: ২০০৩ আর ২০২৩ হয়নি, ২০২৪-এ কাপ হাতে আসবে?

ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে

Follow us on :

কলকাতা: রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ২০০৩ সালে যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, তখন তিনি ছিলেন ক্রিকেটার। আবার ২০২৩ সালে রোহিত শর্মার টিম ইন্ডিয়া যখন বিশ্বকাপ ফাইনালে উঠল, তখন তিনি কোচ। এবার ২০২৪। টি ২০ বিশ্বকাপের ফাইনালে আবারও রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এবার কি কাপ উঠবে রাহুল দ্রাবিড়ের হাতে? এটাই এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন।

অবশ্য বিশ্বকাপ ফাইনাল নিয়ে দ্রাবিড়ের বক্তব্য, ‘কারও জন্য বিশ্বকাপ জিততে হবে, এমন কিছুতে বিশ্বাস করি না। যাঁরা মাউন্ট এভারেস্ট জয় করেন, তাঁরা কেন অভিযানে যান? মাউন্ট এভারেস্ট আছে বলেই তো যান। তেমনই বিশ্বকাপ। এটা তো জেতার জন্যই। এটুকু যথেষ্ট। সে জন্যই জিততে চাই। কারও জন্য নয়। ব্যক্তিগত ভাবে কারও কথা ভেবে অর্জন করায় বিশ্বাসী নই। আগে থেকে বেশি কথা বলাও পছন্দ নয় আমার। কথা বলতে চাইছিও না।’

কিন্তু বার বার ফাইনালে উঠেও পারছে না ভারত। চ্যাম্পিয়ন হওয়ার মতো মানসিক কাঠিন্য এই দলের কি নেই? এমন অভিযোগ মানতে নারাজ দ্রাবিড়। ভারতীয় দলের কোচের বক্তব্য, ‘জেতার খিদে না থাকলে একটা দল এত বার ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে না। আসলে অনেকগুলো বিষয় একসঙ্গে ঘটা দরকার ট্রফি জেতার জন্য। সেটা হচ্ছে না। ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে। মাথায় রাখতে হবে, দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী। ওদের একাধিক ভাল ভাল ক্রিকেটার আছে। ওরাও নিশ্চয়ই চ্যাম্পিয়ন হতে চাইবে। আমরা আমাদের কাজগুলো ঠিক মতো করতে চাই। একমাত্র সেটাই আমাদের হাতে আছে। যে বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না, সে সব নিয়ে ভাবতে চাই না।’

Entertainment