Sunday, March 23, 2025
spot_img
30.1 C
West Bengal

Latest Update

Rahul Gandhi

সংসদে মাইক্রোফোন ‘অফ’ রাহুল গান্ধীর! কারণ কী?

সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি

Follow us on :

নয়াদিল্লি: নিটের (NEET) প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে সোমবার পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নিট দুর্নীতি নিয়ে লোকসভায় বলতে গিয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই সময় ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। রাহুল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার ওম জানান, তিনি সাংসদের মাইক্রোফোন বন্ধ করার কোনও নির্দেশ দেননি। তবে এর পরেই নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের দাবি কার্যত খারিজ করে তিনি বলেন, ‘‘আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হওয়া উচিত। অন্য বিষয়গুলি হাউসে রেকর্ড করা হবে না।’’

অন্যদিকে, একটি ভিডিও পোস্ট করে কংগ্রেস বলে, একদিকে নরেন্দ্র মোদি (Narendra Modi) নিট নিয়ে কোনও কথা বলছেন না, বিরোধী নেতা কক্ষে যুবসমাজের হয়ে আওয়াজ তুলছেন। কিন্তু এত গুরুতর বিষয়ে, যুবসমাজের আওয়াজ চাপা দিতে ষড়যন্ত্র চলছে, মাইক্রোফোন সুইচ অফ করার মতো সস্তা কাজ চলছে।

Entertainment