স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে দাঁড়াতে পারলেন না ভারতের কোনও ব্যাটার। দলের পাঁচ ব্যাটার শূন্য রানে আউট হলেন। ব্যুমেরাং হয়ে দাঁড়াল রোহিত শর্মার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত।
২০২০ সালে অস্ট্রেলিয়ায় ৩৬ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া। সেটি এখনও পর্যন্ত সবচেয়ে কম রানের স্কোর। এবার মাত্র ১০ রান বেশি করে, ঘরের মাঠেই আরও এক লজ্জার রেকর্ড ভারতের। নিউজিল্যান্ডের (Ind vs NZ) বিরুদ্ধে ঘরের মাঠে মাত্র ৪৬ রানে অলআউট রোহিতের ভারত। যা ভারতের সবচেয়ে কম স্কোরের মধ্যে তৃতীয়, অর্থাৎ তৃতীয় সর্বনিম্ন স্কোর করল ভারত। সেই সঙ্গে ৫ জন ব্যাটার এক ইনিংসে শূণ্য রানে আউট হয়। যাও এক লজ্জার রেকর্ড।