Thursday, March 13, 2025
spot_img
23.6 C
West Bengal

Latest Update

Donald Trump

Donald Trump | ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তে কতটা প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে?

Follow us on :

ওয়েব ডেস্ক: ইউএসএতে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই পরিকল্পনা ভারত থেকে প্রায় ১ বিলিয়ন ইউএস ডলার মূল্যের রপ্তানির পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

তবে আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি, দু’দিনের সফরে আমেরিকা যাচ্ছেন মোদী। তার মুখে ট্রাম্পের এই ঘোষণা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন কূটনীতিকদের অনেকেই। কারণ, আমেরিকার এই সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে চাপে পড়বে ভারত।

প্রসঙ্গত, চিন থেকে আমদানি করা পণ্যে আমেরিকা ১০ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর করেছেন ইতিমধ্যেই। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পড়শি দেশ কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করার পরেও ওই দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এক মাসের জন্য শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

উল্লেখ্য, সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য বলছে ইস্পাত আমদানির বৃহত্তম উৎসগুলি হল কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো। তার পরে দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। এর পরে রয়েছে ভারত। বছরে প্রায় ৩০০ কোটি ডলারের (প্রায় ২৬ হাজার ২৫০ কোটি টাকা) ইস্পাত পণ্য ভারত থেকে আমদানি করে ট্রাম্পের দেশ। অ্যালুমিনিয়াম রফতানির পরিমাণ আরও কিছুটা কম। এ ছাড়া অন্য কিছু ধাতব পণ্যও আমেরিকায় রফতানি করে ভারত। আর সেখানেই রয়েছে আশঙ্কার ইঙ্গিত। পরবর্তী ধাপে ট্রাম্প অন্যান্য ধাতব পদার্থের উপরেও শুল্ক বসাতে পারেন বলে মনে করছেন অনেকেই।

Entertainment