Saturday, June 14, 2025
spot_img
29.5 C
West Bengal

Latest Update

Zomato

Zomato | এবার নাম বদলে যাবে জ্যোমাটোর, নতুন নাম কী?

Follow us on :

ওয়েব ডেস্ক: বাড়ি ফিরে রান্না করার সময় নেই কিংবা চটজলদি অফিসে কিছু খেতে ইচ্ছে করবে বা ধরুন যে কোনও রকম দরকারে বাড়িত বসেই ভিন্ন স্বাদের খাবার পেয়ে যেতেন অ্যাপ ফ্রেন্ডলি মানুষরা। বিভিন্ন নামি দামী সংস্থার খাবার পাওয়া যায় এই অ্যাপের মাধ্যমে। আর অনেকের কাছেই পছন্দের অ্যাপ ছিল জ্যোমাটো (Zomato)। সেই জ্যোমাটোরই এবার নাম পরিবর্তন হতে চলেছে। অন্তত এমনটাই জানানো হয়েছে সংস্থার কর্তৃপক্ষের তরফ থেকে। তবে পরিবর্তন হচ্ছেই এটা জানিয়েছেন জোমাট্যোর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা দীপেন্দর গোয়েল। তিনি জানিয়েছেন, ‘জোম্যাটো’র বদলে এবার সংস্থার নাম হতে চলেছে ’ইটারনাল‘। তবে কেন নাম পরিবর্তন করা হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ইতিমধ্যেই এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে। বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে। জানা যাচ্ছে, এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পরে গেলেই কর্পোরেট ওয়েবসাইট জম্যাটো ডট কমের নাম বদলে হয়ে যাবে ইটারনাল ডট কম।

উল্লেখ্য, ইতিমধ্যেই জ্যোমাটোর তত্ত্বাবধানে রয়েছে ব্লিঙ্কিট, যেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অর্ডার করলে ৭ মিনিটের মধ্যে তা আপনার ঘরে পৌঁছে যাবে। শুধু তাই নয়, যেই খাবার নষ্ট হয় সেই খাবার যাঁদের দরকার তাদের দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

Entertainment