Wednesday, March 19, 2025
spot_img
30.5 C
West Bengal

Latest Update

Anti-Maoist Operation in Chhattisgarh

দেশকে মাওবাদীমুক্ত করতে আরও ‘কঠোর’ অভিযানের প্রস্তুতি, কী সিদ্ধান্ত?

Follow us on :

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বার্তা দিয়েছিলেন যে, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। ফলে গত কয়েক মাস ধরে মাওবাদীদের বিরুদ্ধে বাহিনীর অভিযান আরও ধারালো হয়েছে।

রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি, গত ১৩ মাসে ছত্তীসগঢ়ে (Anti-Maoist Operation in Chhattisgarh) বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৫৮ জন মাওবাদী নিহত। গ্রেফতারের সংখ্যা ১১৭৭ জন। আত্মসমর্পণ করেছেন ৯৮৫ মাওবাদী। আর এটাকেই মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য বলে মনে করছে রাজ্য প্রশাসন। তবে অভিযান জারি রাখা হয়েছে। বরং আরও বেশি ধারালো করা হচ্ছে।

উল্লেখ্য, গত রবিবারই বস্তারের জঙ্গলে প্রশিক্ষিত কমান্ডোদের ৬০০ জনের একটি বাহিনী মাওবাদী দমন অভিযানে যায়। সেই অভিযানে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ৩১ জন মাওবাদী নিহত হন। মৃত্যু হয় বাহিনীর দুই জওয়ানেরও। রবিবারের সেই অভিযানকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ‘বড় সাফল্য’ বলে দাবি করেন।

Entertainment