Friday, March 14, 2025
spot_img
30 C
West Bengal

Latest Update

Anant Ambani Radhika Merchant Wedding

অনন্ত-রাধিকার বিয়েতে বিদেশী অতিথি কারা?

তিন ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে ছোট অনন্ত

Follow us on :

মুম্বই: তিন ছেলেমেয়ের মধ্যে সবচেয়ে ছোট অনন্ত। সে দিক থেকে বাড়ির শেষ বিয়ে, তাই কোনও খামতি রাখতে চাইছেন না মুকেশ ও নীতা অম্বানী। দু’টি প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান সেরে এ বার বিয়ের পালা। আজ অর্থাৎ ১২ জুলাই অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান (Anant Ambani Radhika Merchant Wedding)। আর এই অনুষ্ঠানে বিদেশী অথিথি কারা জেনে নেওয়া যাক-

জানা গিয়েছে, বরিস জনসন, কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ার থেকে শুরু করে দেশ-বিদেশের নামিদামি ব্যক্তিত্বরা হাজির থাকছেন আম্বানিদের মেগাবাজেট বিয়ের লাল গালিচায়। বিয়েতে বর-কনেকে আশীর্বাদের জন্য হাজির থাকছেন প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিলডট, প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, আইওসি ভাইস প্রেসিডেন্ট জুয়ান আন্তোনিও সামারাঞ্চ, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো।

পাশাপাশি, উপস্থিত থাকবেন আরামকো গ্রুপের সিইও আমিন নাসির, মর্গান স্ট্যানলি এমডি মাইকেল গ্রিমস, অ্যাডোব সিইও সান্তনু নারায়ণ, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান জে লি, এরিকসন সিইও বোর্জে এখোলম, এইচপি প্রেসিডেন্ট এনরিক লোরস, নোকিয়া প্রেসিডেন্ট টমি উইত্তোর মতো আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বরা।

করোনা আক্রান্ত অক্ষয় কুমার!

Entertainment