কলকাতা: উল্টো রথের দিন থেকেই পুজো পুজো (Durga Puja 2024) ভাব বাঙালির মনে। এদিনেই ত্রিধারাসহ কয়েকটি ক্লাবের খুঁটি পুজো হয়ে গেল। তবে থিম কি, সেটাই এখন সবাই জানতে চায়। কিন্তু পুজো মূল উদ্যোক্তা তথা বিধায়ক দেবাশিষ কুমার জানালেন, এই মুহূর্তে পুজোর থিম নিয়ে বিশদে জানাতে পারব না। তবে মানুষের প্রত্যাশা পূরণ হবে, চমকও থাকবে। মানুষের ভালো লাগবে। আগামী সেপ্টেম্বরে শারদীয়ার সংখ্যা বেরবে। তখন পুজোর থিম পুরোপুরি জানাতে পারব।
তবে যাই হোক না কেন, আকাশে-বাতাসে ঢাকের আওয়াজে মা যে আসছেন সেই আনন্দ শুরু হয়ে গিয়েছে।