কলকাতা: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। পন্টিংকে নিয়ে একাধিক ফটো বার্তায় দিল্লি ক্যাপিটালস অজি কিংবদন্তির বিদায় ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়া লেখে হয়েছে, “সাত গ্রীষ্মেই প্রতিটি অনুশীলন সেশনে তুমি আগে এসেছে, বের হয়েছ সবার শেষে। সাত গ্রীষ্মেই স্ট্র্যাটেজিক টাইমআউটে তুমি ডাগআউট থেকে দৌড়ে গেছ, শেষ পর্যন্ত (উত্তেজনায়) নখ কামড়েছ।”
After 7 seasons, Delhi Capitals has decided to part ways with Ricky Ponting.
It’s been a great journey, Coach! Thank you for everything 💙❤️ pic.twitter.com/dnIE5QY6ac
— Delhi Capitals (@DelhiCapitals) July 13, 2024
কিন্তু প্রশ্ন এবং জল্পনা তাহলে দিল্লির পরবর্তী হেড কোচ কে হবেন? জল্পনায় যাঁর নাম বারবার উঠে আসছে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গত কয়েক বছর ধরেই দিল্লির মেন্টরের ভূমিকা পালন করছেন সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পরেই মহারাজ দিল্লির মেন্টর হতে রাজি হয়েছিলেন। সৌরভের সঙ্গে দিল্লির মালিক জিন্দাল গ্রুপের সম্পর্ক বরাবর-ই ভালো। নতুন কোচের বদলে সৌরভের হাতেই দায়িত্ব অর্পণ করা হতে পারে, এমনই বলা হয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে। এখন দেখার কে হন দিল্লির পরবর্তী হেড কোচ।