এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছরের পুজোয় বক্স অফিসের কাঁপিয়েছিল ‘রক্তবীজ’। টলিপাড়ার সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় (Nandita Ray) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) আলাদা ট্রেন্ড সেট করে দিয়েছিলেন। আর এবার চলতি বছরের পুজোতেও বড়সড় চমক নিয়ে হাজির হতে চলেছেন এই জুটি। ২০২৪ সালের পুজোয় মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি ‘বহুরূপী’ (Bohurupi)। নন্দিতা ও শিবপ্রসাদের এই নতুন ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়।
আর শনিবার সকাল সকালই প্রকাশ্যে এল ‘বহুরূপী’ ছবিতে শিবপ্রসাদের বিক্রম চরিত্রের ফার্স্টলুক। যেখানে দেখা গেল গলায় জুতোর মালা পরে মঞ্চে দাঁড়িয়ে শিবপ্রসাদ। চোখ-মুখ একেবারে থমথমে। সেই সঙ্গে এদিন সকালে ইন্ডাস্ট্রিতে ৩০ বছর হওয়ায় একটি সোশ্যাল মিডিয়া পোস্টও করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।