Friday, March 14, 2025
spot_img
39.4 C
West Bengal

Latest Update

Hilsa

Hilsa | ইলিশের দাম চড়া কেন?

Follow us on :

কলকাতা: আর মাত্র এক সপ্তাহ বাকি। তারপরই রান্নাপুজো বা অরন্ধন উৎসব। আর এই উৎসবে ইলিশ (Hilsa) মাছ মাস্ট। কিন্তু আবহাওয়ার জন্য বেশ ঘাটতি রয়েছে ইলিশের। প্রাকৃতিক দুর্যোগের কারণে জোগান না থাকায় ইলিশের দামও বেশ চড়া।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে ঘন্টায় ৪৫ থেকে ৫০কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে। ফলে সমুদ্র উত্তালই থাকবে। তাই এখনও পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞাই জারি রয়েছে। টানা তিন দিন সমুদ্রে রওনা দেয়নি মৎস্যজীবী ট্রলারগুলি। ফলে ইলিশের ভরা মরসুমে লোকসানের মুখে পড়েছেন মৎস্যজীবীরা। সেই সঙ্গে এর মধ্যে না বেরোতে পারলে ইলিশের ঘাটতি তো হবেই, চড়বে দামও।

আজ অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

Entertainment